নোংরা আগাছা ভরা
ভগ্ন এ নদী কূল,
আগাছায় ভরা আর
বিষাক্ত মুকুল ।
কোথায় হারিয়ে গেল
সুবাসিত ফুল!
বিষ বাষ্পপূর্ণ আজ
মলয় বাতাস,
দমবন্ধ পরিবেশ
কষ্টকর শ্বাস ।
পঙ্কিল ক্লেদময়
তরু হতে তৃনমূল
সেচ নালা কেটেছিনু
সিঞ্চন তরে ,
ভাবিনি মকর ভেসে
আসিবে ঘরে ।
এখন বুঝেছে সবে
করেছে কি ভুল ।
একেলা মকর নয়
সঙ্গে হাঙ্গর ,
পুর নারী শঙ্কিত ,
কাঁপে থর থর ।
কারো সিঁথির সিঁন্দুর ঝরে
কারো যায় কুল।