তৃণ মূল-ই বৃদ্ধি পেয়ে
হলো শেষে বাঁশ,
দূর্বল দূর্বাদল করে হাঁসফাঁস।


হাতে ভাতে পড়ে মারা
জ্ঞাতি ভাই ছিলো যারা ।
চারি দিক ছেয়ে গিয়ে চেপে  ধরে শ্বাস।


বাদলের ধারা আজ কদাচ আসে,
তপনের তাপ, সে ও নিয়েছে শুষে।
অস্তিত্ব হারালো বুঝি এলো সর্বনাশ।


জলে-স্থলে অন্তরীক্ষে বাঁচার লড়াই
দেওয়ালে ঠেকেছে পিঠ কোথায় পালাই।
ভেসে গেছে কেউ কেউ ফেলে দীর্ঘশ্বাস।


তবে আমি, তৃণ মধ্যে দূর্বাদল বংশে অভিজাত।
জেনে রেখ ,দূর্বৃত্তের হুঙ্কারে কভু হবোনা প্রতিহত।
জীবন মরন রণ চালিয়েই যাবো যতক্ষণ শ্বাস ।