আমি থাকি আনমনে
তুমি আসো সন্তর্পণে
অদৃশ্য পদ রেখা মিলিত ধূলায়,
নিত্য মত্ত তুমি অনন্ত খেলায় ।
লুকোচুরি কান্না হাসি
খরা বন্যা বানভাসি,
কখনো উচ্ছলিত তরঙ্গ ভেলায়।
এই দেখি এই খুঁজি
এ শীতল শিখা বুঝি
অনন্ত তমস বুকে যাবে কি মিলায়।
চকিত পলকে তুমি লুকাও কোথায়!
কেন শুধু মনে বয়ে ,
সুকঠিন মুক্তো লয়ে
প্রান হীন রিক্ত ঝিনুক
ভেসে আসে বালুকা বেলায়।