প্রায় দিন আলো প্রতিফলিত হয়ে চোখে পড়ে,
কিছুতেই খুঁজে পাই না আলোর প্রতিফলকে।


তখন সকালের রোদ,আকাশ নীল নির্মল,
সূর্যের সোনালী আলো,হঠাৎ তরবারি  ফুলকি।
উদভ্রান্তের মতো নিশানায় যেতে চাই।


দূপুর গড়িয়ে আসে সূর্য কিরণ ঢালে মাথার উপর ,
চোখের রেটিনা বুঝি জ্বলে ।


ধীরে ধীরে নামে গোধূলি,
শেষ আলোতে যেন মখমলি চকমকি।


তবে খুঁজে পাই, খুঁজে পেলাম তো,
কিন্তু এখন আমার কি কাজে লাগবে,
এমন দূর্লভ প্রতিফলক পেয়ে।


অচিরেই আঁধার নামবে,
অমন মায়াবী দ্যূতি আমি দেখবো কিভাবে।