এ্যাঁগাতে বাং চালা কানা,
এ কুড়ি ,বাহা কুঁড়ি ঈধার পানে চা’ না।


তুর খুপায় দিবেক পান কাঁটা
রূপার বিছা কোমরে ,
এ বাহা, চল বাহা ঝিলিমিলির বাজারে।


ধনেশ পাইখ্যের ঠোঁটের ঠাটে
গলায় দিবেক হাসুলি,
দু হাত ভইরে কিনে দিবেক
বনা বাঁশের বাসুলি।
শুইনে সেরেঞ গাইহে সেরেঞ
টহল দিবেক চল না।
এ কুড়ি ,বাহা কুঁড়ি ঈধার পানে চা’ না।




এ্যাঁগাতে বাং চালা কানা- এখন আর যাইও না ।
বাহা- ফুল, মেয়েদের নাম।
কুড়ি –মেয়ে।
সেরেঞ – গান।