বন রাঙিয়ে কেন পলাশ
মনে আমার ছড়াও পরাগ ,
বঁধু আমার পরবাসে
আবেশ মাখা তার অনুরাগ।
মঞ্জরিত আম্রপালি
মুকুলিত সুধা ঢালি,
কেন এমন ইসারাতে
দিতে চাহ মোর মনে দাগ।
কোকিল কোথা লুকিয়ে ডাকে
ব্যথা দিয়ে গোপন লোকে,
তুমি তাতে শোনিত ঝরাও।


তবু বন রাঙিয়ে কেন পলাশ
মনে আমার ছড়াও পরাগ ।