আসরের সমস্ত বন্ধুদের কাছে আবেদন রাখছি,পাঠক হিসাবে গঠন মূলক মন্তব্যের জন্য। তার মানে বলছি না যে কেউ নেগেটিভ মন্তব্য করছেন বা করুন। নেগেটিভ মন্তব্য তো করছেনই না, (অবশ্য করাও ঠিক নয়)।তাই বলে কোন গঠন মূলক পজিটিভ মন্তব্য ও দেখছি না।কবিতার যতই দূর্বল দিক থাক, চোখ কান বন্ধ করে বাহ্ বাহ্ করে বাহবা দিয়ে দিচ্ছেন। এতে কবির ভুল ত্রুটি সংশোধনের কোন অবকাশ থাকছে না।
ঘায়ের উপর খোঁচা দিলে যেমন ঘা বেড়ে যায় তেমনি আবার ঘা পরিস্কার করে মলম লাগালে ঘা সেরে ওঠে। কিন্তু ঘা পরিস্কার না করে পট্টি লাগালে পচন অবশ্যম্ভাবি।বাহ্ বাহ্ করে বাহবা দিলে লেখক সাময়িক খুশী হবেন ঠিকই কিন্তু তার সুদূরপসারি ক্ষতিই সাধন হবে বলে মনে হয় আশা করি আপনারা সকলে এ বিষয়ে এক মত হবেন।


ধন্যবাদ।