পর্ব-৫


পাঠ শেষে পালা, জনতার আদালতে
বিচার হবে। যারা  মেহনতী  জনতা
তাদের রুজি রুটি, যারা লুঠ করেছে
ওদের জবাব চাই, সাথে যাবে বার্তা
সমাজে ,সুবিধাবাদী  গরীব দরদীর
বেঁচে থাকার কোন  অধিকারই নাই।
জনতার আদালতে  একটি মাত্র রায়।
জনতা রায় শুনে ভীত নিঃশ্চুপ স্থির।


আগ্নেয়  অস্ত্রধারী  সুদৃঢপায়ে আসে
সাজা প্রাপ্ত আসামীর দিকে বধ্যভূমে
নিয়ে যেতে।বন্দী নেতা পরিনতি ভেবে
কেঁপে ওঠে।ও,হিঁচড়ে টেনে নিয়ে যায়
বিশাল এক শিলা খন্ড ‘পরে।যেখানে
মৃত্যুদন্ড কার্য্যকরী হবে। বুম ...বুম...
শব্দ  আর  আগুনের  ঝলকানি, সব
শেষ!  গরম  সীসার  তাপে ইহকাল
বাষ্পীভূত  হয়ে  মহাশূন্যে চির তরে
মুক্ত ও বিলীন। পাশের নদীর জ লে
ছুঁড়ে  ফেলে প্রানহীন দেহ এই বার।
কার তরে বিপ্লব!ওঃ,প্রান গেল কার!