গগন সঘন হয়ে আসে নব বরষে
বসুধে দুলিত প্রানা হাসে নব হরষে ।
দুলে চম্পক কলি
জূঁই যূথী শেফালি,
গরজনে নিরজনে কি কাঁপন পরশে।


রজত বিজুরি লতা
আঁকি বুঁকি উন্মতা,
ভাসি ভাসি ডানা মেলি,মেঘমালা আকাশে।
ডাকে কোথা দাদুরিয়া
দিঘী জলে ঘন ছায়া-
টল মল জল রাশি মায়া-ময় প্রকাশে।


কোথা প্রিয়া তুমি আজ  থাকো দূর প্রবাসে
এমন বাদল বেলা  এ বিফলা বরষে,
কেন শুধু মনে ভাসো কামিনীর সুবাসে।