নীল গগন পারে সজল কাজল মেঘে
কার আঁখি ধারা জমে রয় বাদল রাগে।
ঝরে ঝরে পড়ে আজ অঝোর ধারায়,
হৃদয় নিঙ্গাড়ি হায় ব্যার্থ আশায়,


ধুইয়ে পরাগ রেনু কুসুম বাগে,
কান্নার এত রং কার অনুরাগে।
কে বা দিয়েছে ব্যাথা ওরে মেঘবালা,
তাই ঝরালি নয়ন তোর শাওন বেলা।


ভিজে বনানী রাজি, ভিজে পথ দূর গাঁয়
কার লাগি পথ চাহি আজও ফিরে আসে নাই।