শাল বনের শ্যামলিকা পলাশ বনের পিয়া,
সাত জনম লিল হামার পরাণ পিরীতিয়া।
কখন ডাকে মহূল বনে মদিরা মহুয়া,
মাতাল হলাম সেদিন আমি, যেদিন প্রথম ছোঁয়া।
বারে বারে ডাকে যেন আপন দরদিয়া।


শরৎ এলেই দেখা হবে সহেলী শিউলি-
আর আলের ধারে শুভ্রকেশী কাশিয়া দুলালি,
প্রভাত বেলার কোমল শীতল হিমানী পরশিয়া।


গোধুলিকার রঙ ছড়িয়ে মন যে  রঙ্গরসিয়া।
হামার সাত জনম ছাইয়া থাকুক এমন প্রেমের মায়া।