তীরে বসত বানাতে তোমার
আমি উজানের স্রোতে ভেসেছি
তোমার ঠোঁটের স্মিত হাসি লাগি
সদা রং-তুলি নিয়ে বসেছি।
জুড়াতে তোমার সকল জ্বালার
দীর্ঘ কঠিন জীবন মালার
নিজেরে দহন বার বার করে
তোমারেই ভালোবেসেছি।
জীবন সায়রে ডুব দিয়ে দিয়ে
ডুবে যাওয়া মোতি খুঁজেছি।
তোমারে বোঝাতে শিব সুন্দরে
বার বার নিজে বুঝেছি।
সয়েছি শতেক ঘৃনা অবহেলা
তবুও বেয়েছি এ জীবন ভেলা,
যেন অবহেলা ছোঁয়ে না তোমায়
সারাটা জীবন যুঝেছি।
মাথা পেতে নিয়ে কষ্ট আঘাতে
সঙ্গ দিয়েছি  বন্ধুর পথে,
জীবন তোমার আলোয় ভাসাতে
আলোয় নিশানা খুঁজেছি।