হাওয়ায় উড়ে ইচ্ছে গুলো
খোলা চুলের মতো,
ছোট্ট বুকে ইচ্ছে ভরা এট্টু খানি বাবুই,
মনে ভাবি,
ওরই মতোই, ইচ্ছে গুলো,
ইচ্ছে মতো ছুঁই।
নদীর মতো আপন হারা
সিন্ধু বেলার দিকে,
বনের ছায়ায় ক্লান্তি মুছে
বৃষ্টি কণায় ভিজে।
ইচ্ছে মতো যাই চলে
দিগন্তের ঐ পারে,
এত বড় আকাশ তবু ,
সন্ধ্যে হলেই উঁকি মারে
শুধু, একটি সাঁঝের তারা!


ইচ্ছে হলেই বাসায় ফেরা পাখির মতো
আবার ঘরে ফেরা।