আমি স্বপ্ন হারিয়ে নতুন করে স্বপ্নের জাল বুনেছি
স্বজন হারানো বিলাপের মাঝে জীবনের ডাক শুনেছি।
সকলেই জানে মেঘের আড়ালে রবির কিরণ ঢাকা
ঝরা মেঘের সিক্ত ছোঁওয়ায় প্রানের স্পর্শ আঁকা ।
তবুও কেন যে বিজয়ী জেনেও
হতাশায় হার মেনেছি।


শুভ্র রঙের অন্তর মাঝে সপ্ত রঙের ভেলা
ক্যানভাসে কত আঁকি বুঁকি কেটে খেলেছি অবুঝ বেলা
পেয়েও হারানো,হারিয়ে পেয়েছি।
আর কত অচেনারে চিনেছি।
তবুও,স্বপ্ন হারিয়ে নতুন করে স্বপ্নের জাল বুনেছি।