অচেনা মুখের ভিড়ে একটি চেনা মুখ,
কারে খুঁজি,প্রিয় কোন্ মনের মানুষে!
উদ্বিগ্নতা তিলে তিলে গ্রাস করে
জেদ চেপে যায়,যেন স্বজ্ঞানে রয়েছি বেহুসে।
কোথা সেই বন্ধু,
যে কোমল স্বরে শুধায়ে ছিলো কুশল কথা।
মনে হয় এক বার মুখোমুখি বসি।
ঐ দূরে পাহাড়ী গাঁয়ের, আঁকা বাঁকা পথের ধারে
ছায়া ঘন হেলে পড়া তরু বর যেথা।
আরো দূরে বটের শাখায় বাস করে পাশাপাশি
বাবুই চড়াই আর টিয়া ময়না,
বটের অনেক নেমেছ ঝুরি তাই বুঝি কান্ড জ্ঞান হীন,
ঝুলে থাকে ঝুরি মূলে।তবে বড় মনোরম।
মনের অজান্তে বলে উঠি,ওখানেই বসি চলোনা।


শিস্ দিয়ে উড়ে যায় লেজ ঝোলা পাখি
লাল ঠোঁট মখমলি রঙিন ডানায়,
অনন্ত আকাশের নীল নীলিমায়
মিলে মিশে একাকার, কোন্ দিশা দূর অজানায়।
বুকের এক কোনে মৃদু স্পন্দন বার বার বলে,
এক দিন ফিরে আসবেই,হৃদয় যে ডাক দিয়েছে।
আশাটুকু পরাগ রেণুর পাঁপড়িতে ঢাকা থাক,
পরাগের মিলন বিনে কে তারে হদয় দিয়েছে।