ভাঙন ছুঁইয়েছে উঠোন
অতি প্লাবন সভ্যতা নদীর,
যৌবন করেছ পন, মানবতার পাষান বধির।
ওখানে কে বাস করে ?
হোক না পাশের ঘরে,নেই কোন প্রয়োজন।


আহত পথিক পড়ে পথের মাঝে,
আমাকে যেতেই হবে জরুরী কাজে।
আমি তো পাগল নই,
যদিও,পাগলও আগে নিজের ভালোটা বোঝে।
দূরের গ্রহবাসী আজ আমার প্রতিবেশী।
জ্ঞান পাপী, বিবেকে অবিশ্বাসী।
আঙ্গিনার ও পারে! চিনি না তো উনারে।
ছুটে চলা এক রোখা
দয়া,মায়া বোকা বোকা,
দান,ধ্যান,স্বাভিমান ভেঙ্গে চুরে খান খান।
চাচা আপন প্রান বাঁচিয়ে রাখা।


ভাঙন ছুঁইয়েছে উঠোন,
অচিরেই ধ্বসের গ্রাসে,
আপন স্রোতের বেগে ধেয়ে যায় নদী।
ধ্বসের ফসিল গড়ে সভ্যতার মৃত্যু বুকে বাঁধি।