জলে ভাসে তরী খানি দোদুল বাতাসে
আশে পাশে ঝরা ফুল অনাদরে ভাসে ।
তোমারেই উপহারে দিতে প্রিয়জনে ,
বাগিচা হইতে কত যতনে চয়নে।
এ বেলা বেলা শেষ,প্রয়োজন কি বলো!
ভাসায়ে দিয়াছে তাই বিনা প্রয়োজনে।
এখনো ফুলের হাসি মাখিয়া অম্লান,
দিশাহীন ভাসি’ ভাসি’ খোঁজ স্বর্গোদ্যান।


ধন্য এ জীবন তোর, ওরে বাসি ফুল,
ছোট না করিয়া বলি,ভালোবাসি তো’রে,
আমার আবেগ টুকু নিও উপহারে।
এপারের বাঁধা তরী যাইবে ওপারে।
হোথা দূরে হেলিয়া রবি সাঁঝেরদামে।
তুই একা ভাসিয়া যা সাগর সঙ্গমে।