যখন বুকের ব্যাথায় দিশেহারা,
হৃদয় ডাকে মা।
বিপদ মাঝে মনে পড়ে
বিষাদ মুখে  মা।
যেদিন মতলবি সব বন্ধু ইয়ার
ছেড়ে চলে যায়,
তখন তোমার আঁচল ছায়ায়
পরম সুখে মা।
প্রেম চেয়েছি যার কাছে
তার পেলাম অবহেলা,
তুমি না চাওয়াতে প্রেম দিয়েছ
বেলা অবেলা।
যদিও কত গ্লানি অবুঝ হয়ে দিলাম তোমায় মা।


আপন ভেবে যারে
আমি বক্ষে জড়ালাম,
কেমন করে জানবো সে দিন
কোথায় হারালাম।
তোমায় যত ভুল ভেবেছি
হৃদয় থেকে মা।
দুনিয়ার এ রঙ্গিন জালে
হলাম বিপথ গামী।
কত লোকের পিছু পিছু
হলাম অনুগামী।
আমার পিছে কেউ ছিলোনা,একা তুমি মা।


আবেগে  উল্লাসে মত্ত
বেহুঁশ বেতাল জ্ঞান,
কোথায় সেদিন প্রতিবেশী
বন্ধুও স্বজন।
কনো আপন কেউ ছিলোনা তুমি ছাড়া মা।
তোমার কোলে স্বপ্ন সুখ ও
শান্তি তোমার কোলে,
পরম পাওয়ার প্রাপ্তি আমার
তোমার চরণ তলে।
আমার চিবুক ছুঁইয়ে মস্তকেতে হাত রাখিও মা।