ভালোবাসার অনুভবে ভাবনা বিবশ,তেমনি বিবশ কেন মন ময়না ,
তবে কি বান্ধবী ধরে নেব আমি,এ তোমারই ইশারা ও গুপ্ত ছলনা।


এ ঘরে দ্বিতীয় জন? যদি কোন দিন পথ ভুলে অতিথি আসে।
সময়ের পল ঢলে কুসুম কদম ফেলে,অতিথিশালে।
জরি দেওয়া গালিচা না থাক,আতর ছড়ানো সুবাসে।
জানি জনসমাবেশ,সেও এক একাকীর মেলা,
জন জন প্রতিজন,একা একা থাকে একেলা।
তাই ভাবি প্রদীপটা নিভিয়েই দিই,একান্তে কিছুক্ষণ একেলা থাকি।
আর ভাবি দেওয়ালের কাছে কাঁদি,
তবে ভয় লাগে, দেওয়ালের ও কান আছে নাকি।


এত ঘন বাদলের ওপারে না জানি চাঁদ কত কষ্টে থাকে,
তুমি আমার পাশেই আছো,এ কথা সঠিক নয়।
মাফ করো, তবু যদি না মিথ্যে বলি,
আমি হবো পথভ্রান্ত,একা একা  একাকীর বাঁকে।


কখনো ভাবি সাঁঝের নীরবতায় যাতে উদাস না হই,
প্রদীপটা জ্বালিয়েই রাখি।
হৃদয়ের ব্যাকুলতা দেখুক না সাঁঝের তারা
অজানার কি আছে বাকী।
তখন চাঁদ যদি নেবে আসে পানের পেয়ালা হয়ে,
ঐ পেয়ালায় ঢেলে দিও  সুরা,
সন্ধ্যার নীরবতায় পুরানো নাগমার ধুনে ও
চেরাগের আলো আঁধারিতে,
একান্তে বসে কিছু বলবে বলে ছিলে,
ঠিক বুঝে নেব এক ক্ষনে।


আমি তো দিনের ক্লান্তি, তুমি রাতের রজনীগন্ধা।
একটু দাঁড়িয়ো এই মোড়ের ধারে,
রাত্রির গভীরতা নামার আগে মধু মালতী ফোটা এই সন্ধ্যা
বেলা।তার এক টুকু ভাগ, তুমি দিও আমারে।