জাগতে নারি শুতে নারি
কদম ভারী
কাদম্বরী।


দেখতে নারি সইতে নারি
বক্ষভারী
নিতম্বরী।


গড়তে নারি ভাঙ্গতে নারি
নর্মদা ও
গোদাবরী।


উঠতে নারি ডুবতে নারি
কর্ণভারী
রাতকাবারী।


হাসতে নারি কাঁদতে নারি
লক্ষ্যভরি’
বিষাদবরি’।


কলঙ্কিনী দূষণ ভারী
গঙ্গা বারি,
মেঘনামতী পদ্মাবতী
তরলগতি
দিশাকারি।
ধীরি ধীরি ধ্বস্ত পরী।
বিশুদ্ধতা
রাখতে নারি।


তবু ডাইনে নারি বাঁইয়ে নারি,
অগ্রচারী।
সুবিচারী।