এয়  মেনির মাঈ
এয়  দীনার মাঈ,
টাকা কেজি চাল দিছে
চল লিতে যাই।


সারাটা দিন খাটি খুটি
চাল কিনতেই যাইথ ফুটি,
ঈ বতরে আর কন
প্যাটের লাগাম নাই।


ঊ মড়া খাক মুনিষ খাটি
চুয়ানা মদ বাটি বাটি
ঈবার আমি উহার কাছে
কইরব্য না কাঁই কাঁই।


ইবার থাইক্যে অনাহারে
না খায়ে ত মইরব্য নাইরে
এমন  মহান ভারত দেশের
তুলনা না পাই।



ভারতে কাজের গ্যারেন্টির সাথে খাদ্যেরও গ্যারেন্টি প্রকল্প চালু হয়েছে,এইউপলক্ষ্যে গরীব গ্রামীন বধুর উচ্ছাস।
বতর – মরশুম,চুয়ানা- পাতন করা,মুনিষ –মজদূর, মড়া- গালি অর্থে।