যে বা যারা তোমার বার বার মুখ পুড়িয়েছে
যাদের জন্য তোমার মাথা হেঁট হয়,(এ কথা তুমি কি মানো!)
পোড়া মুখ ঢাক বার জন্য মিথ্যার পিঠে মিথ্যে সাজিয়ে
কত না রম্য কাহিনী শোনালে!
তবু তাদের আস্কারা দিতে ভুলোনা।


কেন?
কি পাবার লোভ! ক্ষমতা, দাম্ভিকতা!
নাকি জীবনের যা কিছু  অপ্রাপ্তি,অতৃপ্ত বাসনা
আজ আর ফিরে পাওয়া যাবে না ভেবে, সেচ্ছাচারিতা?


রাজপথে বেলাগাম অশ্ব, কোন দিনই তার গন্তব্যে পৌঁচবে না।
সংঘর্ষ অনিবার্য্য ।
ভাবুন,নিঃস্প্রান অশ্ব আর নিজের ভাঙা শিরদাঁড়ায় অসহায় ভূমিশয্যা।
এমন ঘটনা যে ঘটবে,
জ্যোতিষী না হয়েও যে কেঊ বলে দিতে পারে।
তবুও আস্কারা আরো বেশী বেশী করে?


আমিনা বেআবরু প্রকাশ্য দিবালোকে, ও আর তেমন কি!
কাপড়ে কান ঢেকে ইফতার পার্টিতে কি যাইনি ?


শক্তি নিত্য, নিরন্তর,বহুরূপী,বহমান, বেগবান।
সে কোথায়, কখন কেন!, কেঊ কোন দিন জানেও না দেখেও নি।
তবু তাকে ধরার জন্য ভুল বুঝিয়ে লেলিয়ে দিচ্ছ, আস্কারা দিচ্ছ।


তবে এই প্রচেষ্টার জন্য মানুষ তোমাকে মনে রাখবে।
যে ভাবে মনে রাখে,
কাউকে শ্রদ্ধার সাথে কাউকে একরাশ ঘৃনার সাথে।