এই যে তুমি দেখছো আমায়
আমি, আবার আমি নই ।
যখন তুমি দিলেই কিছু,তখন
কচলে দুহাত বাড়িয়ে লই।
তবে ফেরৎ যদি চাইতে আসো
মেজাজ টেজাজ না বুঝে,
আসল রূপের ঝলসানিতে
ঝলসে যাবে সন্তাপে।
ভাববে, একি! এমন তো নয়,
কোন দিনও ছিলো না।
হতে পারে আমারই ভুল।
আমারই তো  ভাবার ছিলো
স্থান ও কালের সাপেক্ষে।
মেয়েরকাছে মা জননী
বউয়ের কাছে রণংদেহী,
একই নারী দ্বৈত রূপী
চেনার কোন উপায় নেই।
কেউ, কখন বাবা কখন হাবা
কখন মোক্ষ লাভের কল্পতরু,
গল্পে, গরু গাছে ওঠে ।
কেউ মানেনা তবু শোনে
যুগান্তের এই প্রবাদ কথা।