জীবন জুড়ে শতেক ব্রত,
মহৎ ব্রত বৃহৎ ব্রত  অনু ব্রত।
নব্য ব্রত,রক্ত নিয়ে হলি খেলা
বেশ উঠেছে জমে।
জীবন নিয়ে ছিনি মিনি
আর্তনাদে হা হা কারে
যেন ঝড়ের রাতে দমকা হাওয়া
বধ্য ভূমি বীরেরভূমে।
কি জানি কি ভাবছে এরা
কি পেতে চায় আপন করে
কি বা রবে চিরতরে!
তবু এলমেলো ঘূর্নিপাকের বিফল ভ্রমে।


কসাই  যদি শাসক বনে
নিষ্ঠুর তা ঢাকবে কোথা?
রক্ত মাখা হাত দুটো তার
এ ছাড়াকি লাগবে কামে!
বধ্য পশুর আর্তনাদই
এর জীবনের মোক্ষ পাওয়া।
তার মূল্য দেবার সময় এবার সমাগত।
মুক্তি খুঁজে নিতেই হবে ন্যায্য পথে ন্যায়েরধামে।