ভাবনার উৎসে সাহারার হাওয়া
লোহিত সাগর জলে ছোট ডিঙ্গি বাওয়া
কি যে ক্লান্তি কর
কারো কার মুখ দেখে ঠিক বোঝা যায় ।
তবু কেউ কেউ রঙ মেখে
বেখবর,প্রকাশ্যে বয়স লুকায়।


বুকে চেপে কথা গুলো ব্যাথায় ভরা
আলতো হাসির রেখা ঠোটের কোনে
রেখে দেয় কিছু যদি ভেবে নেয় ওরা।
কখনো প্রলাপ বকে বোঝাতে চায়
আমি তো পাগল নই।
এই দেখ কত স্বাভাবিক।
ঠিক ঠিক চলছে,সব কিছু চলে যেমন ।
জানাতেই চায় না,ভিক্ষার পরিমিত চালে
উদর পুরে না।
উদ্গার তুলে তবু জানাতে...,নির্ভিক।