আধুনিক সমাজের মোক্ষ দান,
প্রায় সকলেই মেনে চলে দর্শনের
এই বাক্য টুকু,' কে তোমার কে আমার
কে বা পর কে আপন জন।
কি তোমার সাথে যাবে বলো!
মিছে মায়া জগৎ সংসার ।'


তাই নব দর্শনে যোগ করে নেয়,
ভোগ শুধু ভোগ করে নাও।
ভোগের বিকবল্প আর
অন্য কিছু নেই।
ভোগবাদী দুনিয়ায় যা কিছু ভোগের
সব –সব- সব- সব।


তাতে কারো দূর্ভোগ আসে তো আসুক,
বৃদ্ধাবাসে দিয়ে এসো অকাজের যারা।
ওটা তো পরের মেয়ে ইজ্জৎ লুটে,
ওপরের বাড়া ভাত খেয়ে চেটেপুটে
থালাটা ছিদ্র করে ছুঁড়ে ফেল দূরে।
সমস্যা ওর আমার তো নয়
তাই যত পারো থাকোই নীরব।