দৈব রমনীয়, তাই তুই প্রিয় রমনী,
ত্রিলোকে চেনে পুরুষ রমনী রমন।
অনমনীয় কান্ড তার ব্যাপ্ত শাখা বাহু।
ঝড় জল খরা মাঝে একক সৈনিক।
প্রান যায় তবু তার ভোলে না বচন।


তুই তো কোমল তনু স্বর্নলতিকা
পরজীবি,আমারই দেহরস শুষে তুই
জীবন ধরিস।
তবু কত কত কটু কথা শুনিয়েই যাস
ভালোবাসি তাই তোর স্পর্ধা বেড়ে চলে।
যেদিন প্রবল তুফান এসে, এলো মেলো করে
সকল বন্ধন ছিঁড়ে উড়িয়ে নেবে,
সেদিন ভাবিস।


আমি তো ক্লান্ত বীরের ভূপাতিত হব,
সে দিন আমার সাথে, হয় যাবি সহমরণে ,
নতুবা যতদিন রস টুকু যাবে না শুকিয়ে,
বেঁচে র’বি, অবহেলিতার মতো
মৃত্যু দিন গুনে।