জয় চেয়ে ছিলে পেয়েছ। ভালো।
তবে এক ঝাঁক রক্ত মাখা জয় পেয়ে
সমাজকে কি তুমি সন্দেশ দিতে চাও বা দেবে!
জানি তুমি বলবে মানুষের জন্য।
কিন্তু মানুষের জন্য মানুষের রক্ত মাখা জয়!
মানুষ তো চায় না।


তুমি নিজেই জানো মানুষের স্বার্থ রক্ষার নামে
মানুষের প্রতি কি অবিচার করে চলেছ।
তাই মাঝে মাঝে খামোস হয়ে থাকো।
কেউ আগে অন্যায় করেছে, তার ভুরি ভুরি
যতই উদাহরণ থাক।
তাই বলে তোমার অন্যায় অবিচার করার
অধিকার তো জন্মায় না।


মা কসম, কারো আর বুঝতে বাকী নেই
মাটির জন্য মানে রাজনৈতিক জমিন শক্ত
করার জন্য মানুষ কে দাবার ঘুঁটি বানিয়েছ।
ভাবছো সবাই কতো বোকা আর তুমি কতো চালাক।
তা ভাবো, যত পারো নিজেকে চালাক ভাবো,
তাই বলে অন্যকে বোকা ভেবো না।


কত শিকারী শিকার হয়ে গেছে,
অচিরেই তুমিও যে ..., তার গ্যারেন্টি কে দেবে।
জানি তার আগে তোমার শিকারী কুকুর লেলিয়ে
অনেক অনেক শিকার করবে ।আকাশ বাতাস
কুকুরের হুঙ্কারে কম্পিত হবে।
কেউ চোখের জল ফেলারও হিম্মৎ পাবে না।


তবে এও সত্য তোমার পতনের দিনে
তোমার আগে পিছে কেঊ নেই,
পতনের চরম পরিণতির সহানুভূতিতে
কেউ চোখের জলও ফেলবে না।