শিশির ও কুয়াশা,
আন জানা ধোঁয়াশা।
চঞ্চল গুন গুন
প্রজাপতি মন তো
হাতছানি দিয়ে
ডাকে চতুর হেমন্ত।
কুসুম কুসুক আলো
জ্বেলে চাঁদ  বদনি
হিমে ধোওয়া পায়ে পায়ে
কামনার কামিনী
ঝরা শিউলির ঘ্রাণ
তার অঙ্গ বসনে,
যেন মুক্ত মদির মায়া
ছেয়ে দু নয়নে।
শীতল পরশ নেশা
খেলে প্রণয় পাশা,
শিশির ও কুয়াশা ।