কবি অতনু দত্তের লেখা কবিতার 'নিজের লেখা বুঝতে গিয়ে মাথায় লাগে ধাঁধাঁ।' এই লাইনটা আমার দারুন লেগেছে। আচ্ছা, কবিতাটা কবি লেখেন কার জন্য? পাঠক তথা সমাজের জন্য নাকি নিজের জন্য!যদি নিজের জন্য বল, আমার মনে হয় তাও নয়। কারন কিছু দিন বাদে কি লিখেছে, কেন লিখেছে ভেবে হয় তো নিজেই খেই হারিয়ে ফেলবে। সহজ কথাটি জটিল ভাবে বলার দিব্যি এদের যে কে দিয়েছে জানি না।কেউ যদি বলেন, কবিতার অর্থ বোঝানোর দায় কবির নয়,ও সব পাঠকের দায়। আমি বলবো, আলবৎ আছে,কবিতার অর্থ বোঝানোর দায় কবির।ভালো না লাগলে বা অর্থ বোঝা না গেলে খামোখা সময় নষ্ট করার দায় পাঠকের?
শখের মদ্যপায়ী মদ্য পান করে তার নিজের চার দেওয়ালে মাতলামি করতেই পারে, বাইরে এলে কিন্তু সমাজ যে ভালো ভাবে নেয় না একথা বোধ হয় এরা স্মরনে রাখে না। আপনি কি বলেন।