তুমি কাঁচের ঘরে বাস কর আর
ঢিল মারো পড়শিরে,
বৈরী তো তুমি নিজেই বানালে
নিজের ছায়ারে।
দর্পন ভাঙ্গি’ কোথায় খোঁজ
আপনার প্রতিবিম্ব?
আরশি অবাক চূর চূর দশা
তুমিও তো হতবম্ব ।
সহিষ্ণুতা, সীমাহীন সে কি?
নাকি, কোথাও তো রয়েছে সীমা!
কত দূর আমি যেতে পারি বলো,
কোথায় উচিৎ থামা?