চোর পালাল বুদ্ধি এলো
আইন হল পাশ,
যে গেল, সে চলেই গেল
নিয়ে সর্বনাশ।
ভোট খোরেরা জোট করেছে
আগাম দিশার খোঁজে।
ভেক বার্তা ছড়িয়ে দিতে
নির্ভয়াদের মাঝে।
বলে, আমিও আছি; আমিও আছি।
ওদের যত দোষ।
আমি তুমি সবাই জানি, ভোল বদলে
বাধ্য এরা। তীব্র জনরোষ।
আমার মেয়ে তোমার মেয়ে
সামলে চলে ভয়ে ভয়ে,
ওদের মেয়ের বাড়া বাড়ি
পরের টাকায় চড়ছে গাড়ী।
ওদের ঘরে নেই তো বিপদ
ভাবছে বে-হায়া।
তোমার কথা ভাবার সময়
কোথায় নির্ভয়া।


২২/১২/২০১৫