বেরিয়ে ছিলেম অভিসারে
সুবাস মেখে আবেগ কলির,
মিলন তৃষ্ণা সুজন সাথে,তাই
একেলা পথিক অচিন গলির।
কেমন করে জানবো বলো,
দূর আকাশের  চাঁদের ভেলা,
শ্বাপদ হয়ে আসবে ধেয়ে
আমার পিছে  অবোধ বেলা।  
আমার রক্ত মাখা বক্ষ, উরু,
খুবলে নিয়ে হিংস্র নখর,
উল্লসিত আদিম রসে
কৃষ্ণা তিথির নগ্ন বাসর।
সারা গায়ে মাখামাখি
মেঘের কালো ছায়া।
হারিয়ে গেলাম কোথায় যেন
একলা অসহায়া।


আজ টলমল আদুড় বুকে
ছিন্ন হৃদয় কায়া।
আমার মুখেই কাপড় ঢেকে
নাম দিলে  নির্ভয়া?