বছর শেষে হিসেব করি কি পেলাম,বা
কি পেলাম না। কে দিয়েছে ভালোবাসা
কে করেছে ছলনা।
আমার সুখে কে হেসেছে সচ্ছ হৃদয় থেকে,
কে কেঁদেছে আমার দুখে একলা নিরালায়ে।
ঠেলে ফেলে পালিয়েছে কে, কৃষ্ণ গহ্বর মাঝে
পাক খেয়েছি দূর্নিপাকে অসীম কালো ছায়ে।
তারই মাঝে বন্ধু তুমি কে দাঁড়িয়ে পাশে।
সৃষ্টি প্রলয় তুচ্ছকারী বিশ্বরূপী দৈব সাজে।


ছাড়ো, এসব যেন তুচ্ছ পাওয়া তুচ্ছ হারানো।
কত কিছু আসবে যাবে শীত কিম্বা মধুমাসে ।
এসব হারা জেতা তুচ্ছতার। উদাস থাকি;
দিনে দিনে ভরা বছর, কখন কোথায় হারিয়ে গেল!
কোন দিনও ফিরবে আর!