প্রথম পাখির কূজন শোনার আগেই, গভীর রাতের  বক্ষভেদী
নতুন দিনের পদ ধ্বনি।
আজ ক্ষনিকের বর্তমানই এক নিমেষেই  অতীত স্মৃতি
মহাকালের ঘূর্ণি কূপে ।
স্বার্থবাদের হাজার রূপের রঙ দেখেছি অহরহ, ক্ষনে ক্ষনে।
কানা কানি হানা হানি আত্মীয়তার।
সে সব ভুলে, এই নতুনে, নতুন কিছু ভাবতে পারিনে কি !
বাঁচার অধিকারে কি নই সমান!
মধ্য যুগে লুঠের বাজার, অনেক বেশী বড় ছিল অজানা নেই কারো।
আমরাই তো কমিয়ে এনেছি।
আরও ভালো অনেক বেশি করার শপথ নিতে পারিনে কি  আজই ?


তাই এবার ষোলয় আলোয় আলোয় ভরিয়ে দেব সবার জীবন,
ভালোয় ভালোয় বাঁচবো পাশাপাশি।
তাই এবার ষোলয় আঁধার কালোয় শ্বেত শান্তি তুলির টানে
মুছে দেব কলঙ্কময় স্মৃতি।