গঙ্গা যেমন বিষিয়ে গেছে গন্ধা নালীর বিষে।
সঙ্করনের বিষের বোঝা সোনালী ধান শীষে।


বিষে ভরা ব্যক্তি জীবন বিষাক্ত এই সমাজ,
সবার কানে বিষ ভরানো নিত্য দিনের কাজ।
মাতৃ গর্ভে ভাসছে শিশু বিষের চোরা স্রোতে,
জন্ম হলেই বিষাক্ত শ্বাস বাধ্য হবেই  নিতে।


দিতে দিতেই ধরিত্রী নিঃস্ব হবার দোর গোড়ায়,
সকল কিছু লুটে নেবার শয়তানি কল সব মাথায়।
ভ্রষ্টাচারী ভষ্মাসুরেরা ভীম বিক্রমে ধাবিত সর্বগ্রাসী,
বেচে দেয় দেশ স্বদেশ প্রদেশ, কেউ মরে রয় উপবাসী
অমুক শ্রী তমুকশ্রী শেষ নেই শ্রী র তালিকারই,
শ্রী দিতে দিতে জননী আমার নিজেই আজকে হতশ্রী।