বিজন বন ভূমি স্বজন বিনে একা
প্রীত স্বপন তুমি এমন দিনে দেখা।
সুপ্ত আলাপন  এহৃদয় বিগলিত
দীপ্ত ঝননঝন আলয় পুলকিত।
দূরে ছায়াপথে ফেলি চরণ দলে
ঘিরে মায়ামিতে দলি কিরণ পলে।
দুহাত বাড়ায়ে আছি খোলা বাতায়নে
প্রভাত মাড়ায়ে নাচি দোলা মনপ্রানে।
নিত্য নিগূঢ় তটে ক্ষনিক সময় দিও
জীব কি জড় পটে তুলিক ছোঁয়ায় নিও।
কখন মিলিয়ে যাবো ক্ষীন এক কনিকায়
মিলন আলেয়া হবো বিনলোক মনিকায়।