আমিঃ


'তোরা যে যা বলিস ভাই'
আমার গুরু লঘুই বাই,
ওরা খুন ধর্ষন করুক তবু
ওদের ছাপ্পা মতেই চাই।


যতই চিমটি লাগুক তোদের গায়ে
যতই কুড়ুল পড়ুক নিজের পায়ে
তবু রঙ বাজিতে তোল্লা দেবই
তোদের বলার কিছুই নাই।


আমি কান ঢেকেছি, ঢেকেছি চুল
হয়তো তোরা ভাবিস, সবকটা ভুল
বিশেষ ভোজে পাত পেড়ে কি
আরে এমনি খেতে যাই?


শুভাকাঙ্খীঃ


জানি অনেক ভেবেই পা ফেলেছ
গুনেই জুয়ায় দান ফেলেছ।
তবু,
স্মরণ রেখ দুখের দিনে কারা আপনজনা।
হোক না যতই আতর মাখা শুর্মা টানা,
ভুলোনা,তবু তার মনটা যে কসাই।
তোমার থাকুক য্ত গুরু লঘুই বাই।