এ এক আজব নগরী।ফুটপাতে দেদার বিকায় শববাহী সব ঘাট।
সরল মানুষ জানেই না যে কার সাথে সাঁটগাঁট।
এর মুখের বাচন পরশ রতন হাজার মানে জালের মতো গাঁট।
উপর ধবল ভিতর কাজল গোলক ধাঁধার গলি।
যেখান দিয়েই  পা চালিয়ো সামনে চোরাবালি।
রাতের মতো নিকষ কালো দিগন্ত তার ব্যাপ্তি,
স্তম্ভ বাতি দিনেও জ্বলে রাতেও জ্বলে কি বা তাতে ক্ষতি!
পথিক তুমি পা ফেলিও পথই তোমার সাথী
অবিশ্বাসীর হাত ধরো না এ ছদ্ধ সমব্যাথী ।
অবাক লাগে এমন ও হয়। এমন আজব নগরী।
মুখের কথা, মনের ভাষায় আকাশ জমিন দূরী।