পূজারিণী নয় এ যে ফুল্ল কামিনী
কামনার কালো মেঘে দীপ্ত দামিনী।
চোখ চিরে বিস্ফারিত অতৃপ্ত বাসনা
বসন ভূষন সবই লাগে অচেনা।
খোলা চুল হাওয়ার টানে নৃত্য বিভঙ্গ,
তির তির ঢেউ তোলে ফুলে ষড় অঙ্গ।
উপাচারে ফলফুল আবরণ হীন,
পূজারিণী উপবাসী আছে সারাদিন।