বহু যুগ আগে মহা জমায়েত কুরুক্ষেত্রের ডাক
পার্থ সখা ঘোর নিনাদে বাজিয়ে ছিলেন শাঁখ।
মহা ভারতের পাতায় পাতায় গৃহ যুদ্ধের স্মৃতি
ভায়ের রক্তে হোলি খেলে ভাই রেখে গেছে সম্প্রীতি।
রাষ্ট্র নহে দুর্যোধনের মান আকাঙ্খাই প্রিয়,
রনাঙ্গনে পড়ে থাক তাতে বন্ধু ও আত্মীয়।
বিদুরের কথা তাই তিক্ত লাগে, শকুনির কথা রাখে।
যুগে যুগে মোহ অন্ধ ধৃতরাষ্ট্রেরা সকল রাষ্ট্রে থাকে।
অভিসারে যেত রাধা বিনোদিনী কানাইহারে ভালোবাসি
কত বৈষ্ণব আজও শোনে সেই মোহনমুরলী বাশিঁ।
জ্ঞানের গরব করেনি সে বড় হৃদয় মধুর পারা
স্ব শাসনে ছিল মহা তেজস্বী অফুরান প্রান ভরা।
আজ অতি মানী,অতি জ্ঞানী কাঙ্খিত অছিলায়
যুযুধান কেন অনভিপ্রেত বাক স্বাধীনতায়।