সাত সমুদ্র তের নদী, তারও পরে
আরো আরো, আরো অনেক দূরে ছায়া পথের অন্য তারা লোকে
পৌঁচে দিতে ঢের পুরানো মাঝি অপেক্ষাতে থাকে।
নীল সরোবর নীল পদ্মে ভরা,
নীল নির্জন বিজন বনের নীল, নীল কন্ঠ পাখীর কলতান
অনন্ত এই ঘুমের দেশে নোঙ্গর ফেলে মাঝি।
নীলা খচিত, এক মায়াময় দরজা খুলে শোনায় আহ্বান।
ছড়িয়ে পড়ে  নীল ধুম্র কুন্ডলিকা রাজি।
ঘুমের ঘোরে প্রবেশ করে গেলেই চিরন্তনের বন্ধ দরজা
নীলাভ আলোর স্নিগ্ধ শীতল ধারায়
মহাকালের পালঙ্কেতে ঘুমের রাজা সাজা।
ঘুম... ঘুম, অনন্ত ঘুম। সাধ্য কে জাগায়।