সজনওয়া ফাগুন বীতে যায়
মোর মন যে ঘাবরায়।
তুমি তো গেলে পরদেশে প্রিয়
আমি হেথা একেলায়।


মোর বঁধু কেন কিছু বলেনা
আমি কত না যতনে সাজাই কুঞ্জ
তোমারই নাম লেখি তায়।


যেন শূন্য এ আঙ্গিনা,
একা ভেবে ভেবে সারা  হই
আজ কেন সাথে তুমি নাই।


পথ নিহারি হায় মোর নয়না,
অশ্রু হারায়ে আজ ফল্গু নদী
প্রিয় তুমি কি বোঝনা তারে হায়।


যেদিন রব না আমি হেথা সজনওয়া
সে দিন ছড়ায়ে দিও ফুল কবরে আমার
এমনই বিরহী এক ফাগুন হাওয়ায়।



একটি জনপ্রিয় হিন্দী গজলের ভাব নিয়ে।