এমনও  বিধান আছে যা না মানার নাইকো বিধান
এমনও পাষাণ আছে ছুঁইয়ে দেখ আছে তারও প্রাণ।
আমিতো আকাশে উড়ি কেউ কি দেখেছে সেই ডানা,
চাইলে হারিয়ে য়েতে হারানোয় নেই কোন মানা।
এমন অনেক কিছু পেয়েছি দানে,
জানি না কে দুহাত ভরে দিয়েছে সে দান।
না পাওয়াই রয়ে গেল অনেক কিছুই
কেউ কেউ বলে বটে সব কিছু বিধির বিধান।