সব বিশ্বাস হারিয়ে গিয়েছে
চারিদিকে শুধু অবিশ্বাসীর মেলা,
বাঁচার অস্ত্রে শান দিও তাই
এবার গৃহ যুদ্ধের পালা।
প্রতিবেশী আর সমব্যাথী নয়
নিমেষেই প্রতিপক্ষ
সমতা হারিয়ে বিধ্বস্ত সমাজ
ক্ষমতা লাভই মোক্ষ।


দিকে দিকে শুনি রণ হুঙ্কার
পদে পদে চাই বদলা।
মনে রেখ,
তবে আমারও বাঁচার অধিকার আছে
এই গৃহ যুদ্ধের বেলা।