প্রত্ন হয়ে পড়ে থাকা সুপ্রাচীন ডাইনোসোর ডিমে,
ছেনী দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বানালাম কিমে।
জিহ্বা দিয়ে চেটে খেয়ে এ কী মিরাকল,
লক্ষ বছর আগে,
যখন ছিলাম আমি লোমে ঢাকা আদিম।
সেই স্বাদ সেই গন্ধ আজও অবিকল।


সভ্যতার ইতিহাস লিখেছি কতই
তবুও অটুট বর্বরতা আগের মতোই।