পালতো ছিঁড়েছে কবেই। হালও ভাঙ্গা।
পিশাচের হাসি হেসে ধূর্ত নাবিক।
তার সাথে দুষ্ট স্রোত। কি জানি ভাসিয়ে নিয়ে
যায় কোন দিক!
উল্লসিত যাত্রী সব মগ্ন বিনোদনে।
যেন, এই তো জীবন,  
বয়ে চলা...,  
উজানের টানে।
কি যে অভীষ্ট মনে, শুধু জানে একেলা(?)।
আমার লক্ষ্য হবেই পূরণ।
আরো ভাবে, আমিতো রয়েছি বেঁচে
আমার বেলা।
তীরে মাটির রেখা পিছনে ফেলে।
মাঝ নদী, অন্ধকারে, ঝড়ো হাওয়া বয়।
দুলে দুলে ওঠে হাল ভাঙ্গা তরী।দূরে বহু দূরে
টিম টিম আলোর জরি।
সেখানে কারা ছিলো, কারা থাকে?
কে রবে, কে বা রবে না?
এত কিছু ভেবে চলা! অযথা ভাবনা গুলো
ধুয়ে মুছে অজানার স্রোতে,
গন্তব্য কোথায়?  
অনির্দ্দিষ্টের কোন্ যাত্রা পথে!