এখন আকাশ-  


এখন আকাশ-  
বাদল মেঘের পাগড়ী পরে,
শহর নগর গাঁও ছাড়িয়ে
আপন ভোলা সুরে।
থামার সময় কোথা!
কানে যতই বাজুক কারো কথা।
যদি আনজানাতে কারো বুকে
বিধেঁই থাকে ব্যাথা।
তবু এগিয়ে যেতে হবেই যেন
লক্ষ্যপুরীর পথে।
জানি কেহ বলে ছিলো,
‘যাবো তোমার সাথে’।
ইচ্ছে গুলো ঢেকে অনিচ্ছাতে,
মনে রেখেও ভুলে গেছি কবেই।
এখন দোহন করে নিজে,
শিশু তরুর কোমল শিকড় মূলে
উর্বরতার অর্ঘ্য দিতে হবেই।