ক-ই-রে কচি, পঢ়তেছিস?
নাকি বুসে আছিস সেঁঠে!
পঢ় পঢ়,  
জল পঢ়েঠে,পাতা লঢ়েঠে।

কত জল পড়ে কত পাতা নড়ে
দিনে বা রাতে আপন মনে।
তবু কারো কারো জীবনের উত্তরণের গড়
থেকে যায় শুধু সাধারণমানে।


যদিও জল পড়ে পাতা নড়ে,
বা পাতা নড়ে জলও পড়ে।  



।।কচি-শিশু,বুসে-বসে,সেঁঠে-সেঁটে,পঢ়েঠে-পড়ে,লঢ়েঠে-লড়ে।
এসব গুলি পূর্ব মেদিনীপুরের গ্রামাঞ্চলের অধিবাসীদের উচ্চারণ।
শুন তে বেশ ভালোই লাগে। যদিও কবিতার বক্তব্য এসব নয়...।