ছেঁড়া মেঘ ভাঙা মন চড়া রোদ দুপুরে,
পুকুরে পানসি ভাসে কাগজের পাল দাঁড়
ছোট ছোট ঢেউ গুলো ঘাটে ভেঙে পড়ে।
সূচীতে শিল্প আঁকে পল্লীর বধূ বকুল চায়ে।
ছোট ছোট ফুল গুলো খসে পড়ে কবরী জুড়ে।


শিস দিয়ে উড়ে যায় অচেনা পাখি। রঙিন
পালক তার ছোট্ট শিখায়।আড়মোড়া ভাঙে
যেন বাঁশ বনে কারা। ঘুরে ঘুরে ওড়ে পাতা
বিবাগী এলোমেলো ঘূর্ণি ঝড়ে।
পুকুরের এক কোনে জিওল ছায়ে, দুটি পাখি
খুঁটে খায় ঘাসের বীজে। ভীত চকিত। বার বার
চেয়ে দেখে আশে পাশে শঙ্খ ছিল ধেয়ে আসে
পাছে।বুনো ফুল থরে থরে পরাগের পশরা দিয়ে,
মিলন পিয়াসী হয়ে হাওয়ায় ওড়ে।